1. admin@kzpsc.edu.bd : Rafikul Islam : Rafikul Islam
  2. admin@www.dimsac.online : ঢাকা আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ :

অধ্যক্ষের বানী

 

“আজকের পৃথিবী আগামী প্রজন্মের কাছ থেকে ধার নেয়া” একটি  উদ্ধিতি দিয়ে শুরু করলাম। আগামী প্রজন্মের জন্য একটি সু্ন্দর ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া আমাদের প্রত্যেকেরেই দায়িত্ব।  অন্যথায় ভবিষ্যত প্রজন্মের কাছে হয়তো দায়বদ্ধতা থেকে যাবে। আর একটি  সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলার প্রধান হাতিয়ার হচ্ছে শিক্ষা।  মানব 

সভ্যতার শুধু থেকে আজকের পৃথিবীর যে উন্নতির উৎকর্য     সাধিত হয়েছে  এর মূলে রয়েছে শিক্ষা। একটি জাতি সভ্য করে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। নেপোলিয়ন যথার্থই বলেছিলেন-“ আমাকে একটি শিক্ষিত মা দাও ,আমি একটি শিক্ষিত জাতি উপহার দিব”। শিক্ষা জাতির মেরুদন্ড -একথা আমরা সবাই জানি কিন্তু আজকের সমাজে নৈতিক শিক্ষার অবক্ষয় শুরু হয়েছে। তাই সেই কথাটির সাথে বর্তমানে আমি একমত পোষন করতে পারছিনা। আমি একটু বাড়িয়ে বলতে চাই নৈতিক শিক্ষাই জাতির মেরুদন্ড”।

বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের যে নিকৃষ্ট যাত্রা শুরু হয়েছে আদিম যুগের মানুষও তার কাছে হার মানবে। অর্ধ শিক্ষিত ,উচ্চ শিক্ষিত, ডিগ্রীধারি, উচ্চ পরিবারের ব্যক্তিও বাদ যায়নি এই নৈতিক অবক্ষয়ের মিছিল থেকে। দিনে দিনে আরো দীর্ঘ হচ্ছে ঐই নৈতিক অবক্ষয়ের মিছিল।

পত্র পত্রিকা নিউজ মিডিয়ার কল্যানে এসব অনৈতিক অবক্ষয়ের সংবাদ সমাজের সকল ব্যক্তি অবগত আছেন। বর্তমান দেশে যেমন শিক্ষার প্রসার বাড়ছে, শিক্ষিত মানুষের হার বাড়ছে তেমনি সাথে সাথে নৈতিক অবক্ষয়ের পাল্লাও হচ্ছে ভারী। তােই নৈতিক শিক্ষা সমাজে আজ খুবই অপরিহার্য একমাত্র নৈতিক শিক্ষাই পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে।  আর  জন্য চাই ভালো মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান । যেখানে হবে নৈতিক শিক্ষার চর্চা  ও ভালো মানুষ গড়ে তুলার জন্য দেওয়া হবে আদর্শ  শিক্ষা।  আর তার জন্য চাই একটি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান সেখানে হবে নৈতিক শিক্ষার চর্চা ও ভালো মানুষ গড়ে তোলার জন্য দেয়া হবে আদর্শ  শিক্ষা। 

“একজন অন্ধলোককে যদি মশাল হাতে অন্ধকারের ভিতর দিয়ে পথ দেখানোর জন্য বলা হয় সে পথ দেখানো দুরে থাক বাড়ি ঘরে আগুন লাগিয়ে আরো বেশি ক্ষতি করবে।  তাই শিক্ষার মশাল যেন কোন নৈতিক ও আদর্শ শিক্ষায় শিক্ষিত ব্যক্তির হাতে উঠে। আপনার সন্তানকে নৈতিক ও আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে কিশোরগঞ্জ শহরে “কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ” নামে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছে। যেখানে তথ্য প্রযুক্তি ও সেবা সুবিধা সমৃদ্ধ মাল্টি মিডিয়া ক্লাসরুম ক্লাস পরিচালনা করে । সম্মানিত অভিভাবক বৃন্দ আপনারা এই সব সুন্দর বা বানীর চরণ আগেও শুনেছেন। তবুও পরিশেষে আমি তিনটি উদ্ধৃতি দিয়ে আমার কথা শেষ করছি।

 “একদিন গ্রামের সব গ্রাম বাসী মিলে সিন্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এল- এটাই বিশ্বাস।

“ আপনি যখন কোন শিশুকে শুন্যে ছুঁড়ে খেলা করবেন, তখন সে হাসতে থাকে কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন”- এটাই ভরসা।

“ প্রতিরাতে আমরা যখন ঘুমাতে যাই ,কোন নিশ্চয়তা নেই আমরা পরেরদিন আবার জেগে উঠতে পারব  কিনা, তবুও আমরা পরের দিন এলার্ম দিয়ে রাখি”- এটাই আশা।

আর আশা নিয়ে আমরা বেঁচে থাকি,স্বপ্ন দেখি আরেকটি নতুন দিনের……….।

সবার কাছে অন্তত প্রতিষ্ঠানটি পরিদর্শনের অনুরোধ ,দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মোঃ রফিকুল ইসলাম

অধ্যক্ষ

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ

© All rights reserved © 2019

স্থায়ী ক্যাম্পাস ঃ বুরুংগার চর, আনসার ক্যাম্পের সামনে, মারিয়া, কিশোরগঞ্জ। ২য় ক্যাম্পাসঃ ফিশারি মোড়, হয়বতনগর,কিশোরগঞ্জ-২৩০০ মোবাইল: ০১৯৭৭৫৯৫৯৫৮  ফোন: ০২৯৯৭৭৬১৮২৯ EIIN:138843 Code: 7943
প্রযুক্তি সহায়তায়: icchost.com