1. admin@kzpsc.edu.bd : Rafikul Islam : Rafikul Islam
  2. admin@www.dimsac.online : ঢাকা আইডিয়াল মডেল স্কুল এন্ড কলেজ :

চেয়ারম্যানের বানী

 

নীতি বিষয়ক যে শিক্ষা তাই সাধারণত নৈতিক শিক্ষা। আর এই নৈতিক শিক্ষার উদ্দেশ্য থাকে মানুষকে কোন একটি সমাজ স্বীকৃত আদর্শের পথে পরিচাীলিত করে তার চরিত্রের উৎকর্ষ সাধন ব্যবতীত আমাদের সমাজের ও দেশের উন্নয়ন সম্ভব নয়।

এই পৃথিবীতে জীবনের সূচনা লগ্ন থেকে মানুষের সংগ্রামগুলোর লক্ষ্য ছিল আত্মরক্ষা কিন্তু কালক্রমে মানুষষ উপলব্দি করছে শুধু আত্মরক্ষা নয় আত্মবিকাশও আত্মপ্রসারেই পাওয়া যায় মুক্তির আনন্দ। মুক্তির প্রথম ও প্রধানন সোপান হলো শিক্ষা। শুধু শিক্ষা বললে বর্তমান সমাজ ব্যবস্থায় অনেকটা ভূল বলা হয়ে যাবে। আমি বলতে চাই নৈতিক মূল্যবোধ সম্বলিত

সুশিক্ষায়।

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ শুধু মাত্র পুথিঁগত বিদ্যাকে প্রাধান্য না  দিয়ে শৃঙ্খলা ও নৈতিক মুল্যবোধের উপর জোড় দিয়ে থাকে। যা একজন শিক্ষার্থীর মানুবিক মূল্যবোধ  বিকাশে সহযোগিতা করে। তাছাড়াও সুস্থ সাহিত্য চেতনার উন্মেষ ঘটাতে এবং অশ্লীলতা বিবির্জিত  সুস্থ বিনোদন মুলক ব্যবস্থার প্রসার ঘটাতে জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ দৃঢ় প্রত্যয় ঘোষনা করছে।

তথ্য প্রযুক্তির উন্মেষ ঘটানোর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলতে এবং শিক্ষার মুল উদ্দেশ্য সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলা সেদিকে লক্ষ রেখে বর্তমান তথ্য

প্রতিযোগিতা মুলক বিশ্বে একজন শিক্ষার্থী  অগ্রনী ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ অগ্রনী ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাল্লাহ।

পরিশেষে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য একটি সুন্দর বাসযোগ্য সমাজ গড়তে সকলের সহযোগিতা ,পরামর্শএবংদোয়া প্রত্যাশা করছি।

হাজী মোঃ আব্দুল মোতালিব

প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান

কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ডকলেজ।

স্থায়ী ক্যাম্পাস ঃ বুরুংগার চর, আনসার ক্যাম্পের সামনে, মারিয়া, কিশোরগঞ্জ। ২য় ক্যাম্পাসঃ ফিশারি মোড়, হয়বতনগর,কিশোরগঞ্জ-২৩০০ মোবাইল: ০১৯৭৭৫৯৫৯৫৮  ফোন: ০২৯৯৭৭৬১৮২৯ EIIN:138843 Code: 7943
প্রযুক্তি সহায়তায়: icchost.com