ঐতিহ্যবাহী এক জন পদের নাম কিশোরগঞ্জ। সেখানে শিল্প, সাহিত্য সংস্কৃতিতে এগিয়ে থাকে কিশোরগঞ্জ জেলাটি কিন্তু জেলা শহরে মাত্র দুটি সরকারী বিদ্যালয় ।
বিদ্যালয় দুটির আসন সংখ্যা সীমিত হওয়ায় সরকারী বিদ্যালয়গুলোতে যখন অভিভাবকরা তাদের সন্তানদের মেধাবী হওয়া স্বত্বেও আসন সংখ্যা কম থাকার কারণে ভর্তি করাতে পারেনা তখন এক বিশাল মানসিক কষ্টের মধ্যে দিনাপাত করে ভোক্তভোগী অভিভাবকরা ।
যার কষ্ট শুধু একজনন ভোক্তভোগী অভিভাবকেই তা বুঝতে পারে। এসব সম্মানিত অভিভাবকদের কথা চিন্তা করে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার,লাকুহাটি গ্রামের প্রপিতামহ মোঃ হাজী হোসেন সাহেব ও মরহুম জাবেদ আলী সাহেবের বড় নাতী আলহাজ্ব আব্দুল মোতালিব সাহেবের জৈষ্ট পুত্র মোঃ রফিকুল ইসলাম তথ্য প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে শিক্ষার্থীদের যোগ্য মানুষ করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১০ মার্চ, “কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজ নামে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেন।